ফরেক্স মার্কেটে লুজার হওয়ার জন্য সাইকোলজি কতোটা দায়ী?
১৯৯০ সালের পর থেকে রিটেইল ফরেক্স মার্কেটে সাধারন মানুষের সম্পৃক্ততা প্রচুর হারে বৃদ্ধি পেয়েছে। সাধারন মানুষের নিকট ট্রেডিং একটি সৌখিন ও লাভজনক পেশা হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি ফরেক্স মার্কেটে বিনিয়োগ সহজ থেকে সহজতর হওয়ায় যে কেউ চাইলেই সামান্য পরিমান অর্থ বিনিয়োগ করে ট্রেড করতেছে। সার্বজনিন একটি সত্য হলো যারা ফরেক্স মার্কেটে বিনিয়োগ করেন তারা সবাই প্রত্যাশা করেন প্রফিট করার। বিনিয়োগ যাই হোক না কেন প্রফিট করার আকাঙ্ক্ষা সবার মাঝেই বিদ্যমান। এখন প্রশ্ন হলো আসলে কি সবাই ফরেক্স মার্কেটে প্রফিট করতে পারতেছেন? একটি গবেষনা রিপোর্টে প্রকাশ পেয়েছিলো ফরেক্স মার্কেটে ৯৫% রিটেইল ট্রেডার লুজার। কিন্তু আপনি যদি বাংলাদেশের পরিসংখ্যান একবার চিন্তা করেন তবে এর পরিমান হয়তোবা আরো বেশি হতে পারে। সবার মনে একটাই প্রশ্ন যে, কেন এই মার্কেটে মানুষ এতো বেশি লুজার? এছাড়া এই লস থেকে বাচার উপায় কি? কিভাবে আমরা ফরেক্স মার্কেট থেকে ট্রেডিং করে প্রফিট করতে পারবো? এই তিনটা প্রশ্নের উত্তর মাত্র একটি। আমি যদি এক কথায় উত্তর দেই তবে অনেকেই হয়তোবা মূল বিষয়ের গভীরে প্রবেশ করতে সক্ষম হবেন না। তাই আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে সকল সমস্যা সঠিকভাবে চিহ্নিত করে তার সমাধান বের করবো। কেন সবাই ফরেক্স মার্কেটে লস করে? বিজনেস মানে লস/প্রফিট উভয়ই থাকবে। যে ভালো বিজনেস বুঝতে পারেন সে ভালো প্রফিট করতে পারেন। যদি কেউ কোন বিজনেস ভালোভাবে না বুঝে শুরু করেন তবে সে লস করলে অবাক হওয়ার কিছু নেই। এটাই সত্য এটাই বাস্তব। আমাদের দেশের ট্রেডারদের লসের প্রধান কারন হলো তারা না শিখে বিনিয়োগ করেন এবং ট্রেড করে লস করেন। এই প্রবনতা প্রায় ১০০% মানুষের মাঝেই আছে। আপনি যদি কোন অনলাইন ফোরাম একটি পোস্ট করেন এবং শেখানে দুইটি অপশন দেন যে, ১। ফরেক্স শিখুন ২। নিশ্চিত প্রফিট, সবাই ২ নাম্বার অপশন বেছে নিবে। মানুষের মাঝে কেন এই প্রবনতা? কেন মানুষ না শিখে ট্রেডিং শুরু করে? এইসব প্রশ্নের বেশ কিছু উত্তর আমার নিকট আছে। যেমন আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র। চোখে স্বপ্ন অনেক কিন্তু সামর্থ কম। অনেক নাপাওয়ার গল্প আছে সবার জীবনে। প্রত্যাশা এবং চাহিদাও প্রচুর আমাদের মাঝে। এমন ও আছে পরিবারে মেবার ১০ জন কিন্তু উপার্জনক্ষম ব্যাক্তি মাত্র একজন। এসব পরিবারের প্রতিটা সদস্যের মাঝে অনেক নাপাওয়ার গল্প থাকে। এই পরিস্থিতিতে যদি সামান্যতম সম্ভবনাও আমাদের সামনে আসে তবে আমরা তা মিস করতে চাই না। এখানে মানুষের আবেগ কাজ করে সবচাইতে বেশি। এছাড়া ফরেক্স চার্ট দেখে একজন সাধারণ মানুষ ইম্প্রেস হয়ে যায়। তার নিকট মনে হয় বিষয়টা কতোই না সহজ। বাস্তবতা হলো তিনি এখানে ক্ষতিগ্রস্থ হন। এর পাশাপাশি আমাদের দেশে একশ্রেনীর দালাল আছে যারা নিজেরা ট্রেডার না তারা নিজেদের অ্যাফিলিয়েট হিসেবে দাবী করেন। তারা জানে মানুষ ক্ষতিগ্রস্থ হবে এবং সে নিজে লুজার হবে তাই সে অ্যাফিলিয়েটের নামে মানুষকে ভুল বুঝিয়ে এই মার্কেটে বিনিয়োগে উৎসাহী করে। আমি লসের যে কারন গুলো উল্লেখ করলাম এটাই যে সব কারন তা কিন্তু নয়। আমি যা আলোচনা করলাম তা একজন ট্রেডার প্রাথমিক অবস্থায় এসবের সম্মুখীন হয়ে থাকেন। আপনি যদি জ্ঞানী ব্যাক্তি হয়ে থাকেন তবে নিশ্চয় আপনার মনে একটি প্রশ্ন ইতিমধ্যেই উকি দিচ্ছে। “যারা সিনিয়র ট্রেডার, অনেক শিখেছেন তারা কেন লস করতেছে?” আসলে আমাদের আজকের আলোচনার মূল টপিক হলো এটি। আমরা অনেক ট্রেডারকে জানি যারা ১০/১৫ বছর ধরে এই মার্কেটে ট্রেড করে টিকে আছে কিন্তু সাকসেস বলতে কিছুই নেই। সে নিজে যেমন লুজার ঠিক তার শিষ্যরাও লুজার। এর আসল কারন এখনো কেউ সামনে আনতে সক্ষম হয়নি। আমি কিছু কারন উল্লেখ করবো। যদি আপনার নিকট গ্রহনযোগ্য হয় তবে কমেন্ট করে জানাবেন। সিনিয়র ট্রেডার যিনি তিনিও লুজার এর পিছনে কারন খুব বড়ো নয়। এর মূলে রয়েছে প্রপার এডুকেশন। একজন সিনিয়র ট্রেডার যদি তিনি দাবী করেন যে তিনি ১০/১৫ বছর ধরে ট্রেডিং করতেছেন তবে বুঝতে হবে তিনি অনেক অভিজ্ঞ। তিনি অভিজ্ঞ হলেও তিনি কি তার জীবদ্দশায় প্রপার এডুকেশন পেয়েছেন কিনা তা নিশ্চিত করতে হবে। আমাদের দেশে মাশাল্লাহ বর্তমানে মেন্টরের সংখ্যা ট্রেডারের তুলনায় অনেক বেশি। কিন্তু এসব মেন্টর স্যারেরা অধিকাংশই ইউটিউব, গুগল সার্চ, পিডিএফ, পাইরেসি কোর্স এবং সনপ্রতি এ আই দিয়ে ফরেক্স এডুকেশন নিয়ে থাকেন। কিন্তু বাস্তবতা অনেক ভয়াবহ, কারন তার শিক্ষার প্রতিটা পদক্ষেপই ভুল। সঠিক ফরেক্স শিক্ষার ২০% ও আপনি ইউটিউব, গুগল, পিডিএফ, পাইরেসি কোর্স এবং এ আই এর নিকট নেই। ফলে তিনি যা শিখেছেন তা অসম্পন্ন। আর একটি অসম্পন্ন এডুকেশন এপ্লাই করে লুজার ছাড়া কিইবা আশা করবেন? এটা ট্রিলিয়ন ডলারের মার্কেট এটা মাথায় রাখতে হবে। এবার আসুন এসব মেন্টরদের শিষ্যরা কেন লুজার তা নিয়ে আলোচনা করি। আমি কিছু বাস্তব সত্য তুলে ধরতে চাই। কেউ যদি রাগ করেন এতে আমার কিছুই করার নেই। আমি আমার জীবনের কিছু সত্য তুলে ধরি এতে আপনাদের বুঝতে সহজ হবে। আমি আমার জীবনে ২০১৪ সাল থেকে বাংলাদেশের প্রায় ২৫ টির ও বেশি ফরেক্স কোর্স সম্পন্ন করেছি। মেন্টর আমাকে যা শিখিয়েছেন আমি তা শিখেছি এবং তার প্রয়োগ করেছি। আমি বলছি না আমার কোন মেন্টর স্যার আমাকে ভালোভাবে শেখাতে পারেননি। আমি বলতে চাইছি আমি যা শিখেছি তা দিয়ে আমি প্রফিটেবল হতে পারিনি। আমি বার বার লুজার হয়েছি। যতোজন মেন্টরকে আমি আমার লসের কথা শেয়ার করেছি তাদের সবার একটাই বক্তব্য যে, আপনার সাইকোলজি ঠিক নেই। সাইকলজি ঠিক করে ট্রেড করুন, নিয়ম মেনে ট্রেড করুন। এখানে মেন্টর স্যার আমাকে সরাসরি দোষী বানিয়ে দিলেন আমার লসের জন্য। আমার প্রশ্ন লসের জন্য কি একমাত্র আমিই দায়ী? আসুন আপনাদের সাইকোলজিটা একটু ব্যাখ্যা করি। ট্রেডিং করার সময় যে লস হয় সেজন্য আমাদের সাইকোলজি দায়ী নাকি ভিন্ন কিছু আছে? ট্রেডিং মার্কেটে লসের জন্য সাইকলজি আসলে কতোটা দায়ী? আমি একটি উদাহরণ আপনাকে দিব যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আসলেই আপনার সাইকোলজি আপনার লসের জন্য দায়ী কিনা। ধরুন আপনি ঢাকার শহরে কোন একটি কাজে গেলেন। হতে পারে আপনি কোন দরকারে পুরান ঢাকা অথবা গুলশান এসব কোন এরিয়াতে প্রবেশ করেছেন। যথারীতি আপনার কাজ শেষ করে আপনি এখন চাইছেন ঢাকা থেকে বের হতে। এমন হতে পারে আপনি রাস্তা চিনোট পারতেছেন না। এই সময় আমি মনে করি যেকোন মানুষের সাইকলজি নষ্ট হতে পারে। এই সময় হতে পারে আপনি কারো কাছে সঠিক রাস্তায় যাওয়ার জন্য পরামর্শ চাইলেন। কেউ একজন আপনাকে একটি রাস্তা দেখালো যা সম্পূর্ণ ভুল। আপনি যখন বুঝলেন যে কেউ আপনাকে একটি ভুল রাস্তা দেখিয়েছে ততোক্ষণে আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে। যার ফলে আপনার সাইকোলজি আরো ডাউন হবে। এবার আপনি চিন্তা করলেন আপনি নিজে সঠিক রাস্তায় যাওয়ার ট্রাই করবেন। যদি সঠিক রাস্তা নিজে খুজে পান এটা ভালো তবে যদি আবার ও রাস্তা ভুল হয় বলেন তো আপনার সাইকোলজির কি অবস্থা হবে? আপনি সঠিক রাস্তা খুজে পাচ্ছেন না এর জন্য বাস্তবে আপনার সাইকোলজি কতোটা দায়ী? যখন কোন ট্রেডার লুজার হয় তখন ঠিক এভাবেই একটি পরিস্থিতিতে পড়ে