Course Content
Level 2
Level 3
Level 4
Level 5
ফরেক্স ট্রেডিং: শূন্য থেকে প্রফেশনাল ট্রেডার হওয়ার সহজ গাইড

ফরেক্স কি? এই প্রশ্নের উত্তর খুবই সহজ, তবে যদি আপনি ফরেক্স নামটি প্রথম শুনে থাকেন তবে বিষয়টি আপনার জন্য জটিল। তবে চিন্তা করবেন না, আমি সবকিছু সহজভাবে আপনাকে বুঝিয়ে দিবো। 

 

যদি আপনি ফরেক্স কি এটা জানতে চান তবে আপনাকে দুইটি বিষয় ভালোভাবে বুঝতে হবে। ফরেক্স ট্রেডিং কি এবং ফরেক্স মার্কেট কি। এই দুইটা বিষয় বুঝতে পারলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন ফরেক্স কি। আমরা প্রথমে জানবো ফরেক্স মার্কেট সম্পর্কে।

 

ফরেক্স মার্কেট কি? 

ফরেক্স (Forex) শব্দটি এসেছে “Foreign Exchange” থেকে। ফরেক্স হলো একটি মার্কেটপ্লেস বা বাজার। ফরেক্স মার্কেটে আন্তর্জাতিক মুদ্রার বিনিময় করা হয়। ফরেক্স মার্কেটে একদেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার ক্রয়/বিক্রয় হয়। যেমন আপনি চাইনে মার্কিন ডলার দিয়ে ইউরো বা অন্য কোন কারেন্সি ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। 

 

ফরেক্স মার্কেট বিশ্বের সবচাইতে বড়ো ফাইন্যান্সিয়াল মার্কেট, যেখানে প্রতিদিন ৭ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি লেনদেন হয়। 

 

ফরেক্স মার্কেট কিভাবে সৃষ্টি হলো, কারা এটি সৃষ্টি করলো এবং কখন?

ফরেক্স মার্কেটের মূল ধারা শুরু হয় ১৯৪৪ সালের ব্রেটন উডস (Bretton Woods) চুক্তি থেকে। ব্রেটন উডস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানসহ অনেক দেশ তার নিজেস্ব মুদ্রাকে স্বর্নের মানের সাথে যুক্ত করে। এই সময় প্রতি ডলারের মূল্য নির্ধারতি ছিলো নির্দিষ্ট পরিমান স্বর্ণের ভিত্তিতে। 

১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন (Richard Nixon) স্বর্ণভিত্তিক ডলার ক্লোজ করে দেন। এই ঘটনাকে ইতিহাসে Nixon Shock হিসেবে আখ্যা দেয়া হয়েছে। 

এই ঘটনার পরে বিভিন্ন দেশের মুদ্রার মান নিজেস্ব ধারায় পরিবর্তনশীল হয়ে যায়। প্রত্যেকটি কারেন্সির Floating Exchange Rate প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই আধুনিক ফরেক্স মার্কেট গড়ে ওঠে। এরপর থেকে কারেন্সির মূল্য নির্ভর করে সাপ্লাই এবং ডিমান্ডের ভিত্তিতে। 

 

ফরেক্স মার্কেটের কিছু প্রকারভেদ 

 

Spot Market:  স্পট মার্কেটে লেনদেনের হিসেব হবে বর্তমান মূল্য থেকে। স্পট মার্কেটে লেনদেন সাথেসাথেই নিস্পত্তি হয়ে থাকে। 

 

Forward Market ভবিষ্যতের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট দামে লেনদেনের চুক্তি হয়।

 

Futures Market স্ট্যান্ডার্ড চুক্তি অনুযায়ী ভবিষ্যতে মুদ্রা কেনাবেচা করা হয় (এক্সচেঞ্জের মাধ্যমে)।

 

Options Market এখানে “অপশন” চুক্তির মাধ্যমে নির্দিষ্ট দামে কেনা-বেচার অধিকার (কিন্তু বাধ্যবাধকতা নয়) দেওয়া হয়।

 

Swap Market দুটি মুদ্রা নির্দিষ্ট সময় পর আবার বিনিময় করা হয়, যা  মূলত ব্যাংকগুলো ব্যবহার করে।

 

কিভাবে ফরেক্স সারা বিশ্বে ছড়িয়ে পড়লো?

১৯৯০ সালের দিকে ইন্টারনেট ও প্রযুক্তির বিশাল অগ্রগতি হয়। এরই ধারাবাহিকতায় ট্রেডিং প্লাটফর্ম আবিস্কার করা হয়। 

১৯৯০ সালের পূর্ব সময় পর্যন্ত ট্রেডিং শুধুমাত্র ব্যাংক, কর্পোরেশন ও রাষ্ট্র ট্রেড করতে পারতো। সময়ের পরিক্রমায় এখন সাধারণ মানুষও রিটেইল মার্কেটে অনলাইন ব্রোকারের মাধ্যমে ট্রেড করতে পারে। 

ফরেক্স মার্কেট সপ্তাহে পাচদিন প্রায় ২৪ ঘন্টাই চালু থাকে। বিশ্বের ২০০ টিরও বেশি দেশে ফরেক্স অ্যাক্সেসযোগ্য। 

 

ফরেক্স ট্রেডিং কি?

ফরেক্স ট্রেডিং হলো এক মুদ্রা ক্রয় এবং অপর একটি মুদ্রা বিক্রয় প্রক্রিয়া। যার মাধ্যমে এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার পরিবর্তন থেকে মুদ্রা ক্রয়/নিক্রয়ের মাধ্যমে প্রফিট করা যায়। 

উদাহরন আপনি চিন্তা করলেন যে, মার্কিন ডলার দূর্বল হবে এবং ইউরো শক্তিশালী হবে। আপনি ডলার দিয়ে ইউরো ক্রয় ক্রয় করলেন। যদি সত্যিই ইউরোর প্রাইস বাড়ে তবে আপনি প্রফিট পাবেন। 

 

কিভাবে ফরেক্স মার্কেট থেকে আয় করা যায়?

 

ফরেক্স মার্কেট থেকে আয়ের প্রধান দুটি উপায় আছেঃ

১। Currency Price Movement থেকে লাভ করা

কম দামে কিনে বেশি দামে বিক্রি (Buy low, sell high)

বা বেশি দামে বিক্রি করে কম দামে কিনে নেওয়া (Sell high, buy low)

 

২। Leverage ব্যবহার করে ছোট মূলধনেও বড় লেনদেন করা

উদাহরণ: 1:100 leverage মানে $100 মূলধনে $10,000 পর্যন্ত ট্রেড করা যায়।

⚠️ তবে ফরেক্সে উচ্চ ঝুঁকি (High Risk) থাকে। সঠিক জ্ঞান, রিস্ক ম্যানেজমেন্ট, ও সাইকোলজিকাল কন্ট্রোল ছাড়া এখানে টিকে থাকা কঠিন।

 

ট্রেডারদের শ্রেণিবিভাগঃ

 

ফরেক্স ট্রেডারদের সাধারণত চার শ্রেণিতে ভাগ করা যায়ঃ

 

  • Scalper কয়েক সেকেন্ড থেকে মিনিটের মধ্যে ছোট ছোট ট্রেড করে।
  • Day Trader একদিনের মধ্যে ট্রেড ওপেন ও ক্লোজ করে।
  • Swing Trader কয়েক দিন বা সপ্তাহ ধরে ট্রেড ধরে রাখে।
  • Position Trader মাস বা বছরের জন্য দীর্ঘমেয়াদী ট্রেড করে।

 

 বিশ্বের বিখ্যাত ফরেক্স ট্রেডাররাঃ

 

  • George Soros 1992 সালে ব্রিটিশ পাউন্ডের বিপরীতে ট্রেড করে $1 বিলিয়ন লাভ করেছিলেন। “The Man Who Broke the Bank of England” নামে পরিচিত।
  • Stanley Druckenmiller Soros-এর সহকর্মী; দীর্ঘমেয়াদী ম্যাক্রো ট্রেডিংয়ে কিংবদন্তি।
  • Bill Lipschutz Salomon Brothers-এর প্রাক্তন ট্রেডার; একসময় $12,000 কে কয়েক মিলিয়নে রূপান্তর করেন।
  • Andrew Krieger নিউ জিল্যান্ড ডলারের বিপক্ষে বিশাল শর্ট পজিশন নিয়ে $300 মিলিয়ন লাভ করেন।
  • Paul Tudor Jones 1987 সালের স্টক মার্কেট ক্র্যাশের আগে শর্ট করে বিপুল লাভ করেন।

 

আমি আশা করি এখন বোঝাতে পেরেছি ফরেক্স কি? আমরা আরো জানবো ধারাবাহিকভাবে।

0% Complete
Scroll to Top